“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই অঙ্গীকারকে সামনে রেখে টাঙ্গাইলে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউট দিবস ২০২৫ উপলক্ষে টাঙ্গাইল জেলা স্কাউট শাখার আয়োজনে একটি বর্ণাঢ়্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলাসদর স্কাউট ভবনে এসে শেষ হয়।
এর আগে আলোচনায় প্রধান অতিথি হিসবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্কাউট এর সহ- সভাপতি মীর মনিরুজ্জামান জেলা স্কাউট কমিশনার আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল জুব্বার প্রমুখ ।
স্কাউট দিবস উদযাপন উপলক্ষে শহরের বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় ২০০ জন স্কাউট এবং কাব সদস্য অংশ গ্রহন করেম।