
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও নারী-শিশুসহ নিরপরাধ মানুষের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশের মতো মানিকগঞ্জে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে ছাত্র-জনতা।
সোমবার ( ৭ই এপ্রিল) বেলা ১০ টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনে আবারও নির্বিচার বোমা হামলা হরে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভন্ডামি আর কিছু নেই।
বক্তারা আরো বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই। আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেমকে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করবো। ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।
এছাড়াও ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে ব্যবসায়ী ও দেশ বাসির প্রতি আহ্বান জানান তারা।