
ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়ার ভেড়ামারার নওদা ক্ষেমিরদিয়াড়-রামকৃষ্ণপুর (এন.আর.) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আজ সকাল ৯ ঘটিকার সময় আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে প্রাইমারি শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম বিতরণ, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনায় প্রদান করা হয়।
প্রফেসর আ. জ. ম. মনিরুল ইসলাম রসায়ন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জামিরুল ইসলাম,সহকারী রেজিষ্ট্রার,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা,মোঃ মাহাবুল আলম,সিনিয়র ম্যানেজার,নোমান গ্রুপ, ঢাকা,অতিথি ছিলেন আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়,আজাদ সাকাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ-যাদের মধ্যে অন্যতম জনাব মোঃ হাসানুজ্জামান চুনু,জনাব মোঃ আনোয়ারুল ইসলাম লুলু, ইয়াকুব আলী,নুরুল ইসলাম মালিথা,আকমল হোসেন,নাসির উদ্দীন। অত্র তিন প্রতিষ্ঠান হতে পড়ালেখা করে দেশ,বিদেশে,সরকারী,বেসরকারী বিভিন্ন পর্যায়ে কর্মরত সুপ্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের স্বপ্রনোদিত আর্থিক অংশগ্রহনে।
স্বাগত বক্তব্যে- মোঃ আলাউদ্দীন,সহকারী অধ্যাপক,পদার্থ বিদ্যা,কুষ্টিয়া সরকারী কলেজ।আর্থিক ভাবে অস্বচ্ছল দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর স্কুল ড্রেস এর ব্যবস্থা করা এবং দুই গ্রাম হতে বাছাইকৃত মেধাবী,অস্বচ্ছল স্কুল,কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে নওদা ক্ষেমিরদিয়াড়-রামকৃষ্ণপুর (এন.আর.) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন, মোঃআনোয়ারুল ইসলাম,ম্যানেজার,উত্তরা ব্যাংক পিএলসি, মেহেরপুর শাখা।