কুড়িগ্রামের রৌমারীতে হেল্প জোন সংগঠন এ-র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। ৩০ মার্চ ২৯ রমজান রবিবার দুপুরে দিকে লাইফকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়োজন করা হয়।
ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন , শাহআলম এমডি লাইফকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রৌমারী।
তিনি তার বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় রৌমারীতেও অর্থ বৃত্ত ও প্রভাব শালীদের মাঝে অনেক অসহায় গরীব হতদরিদ্র মানুষের বসবাস কিন্তু লক্ষ্য করলে দেখা যায় ঈদের দিন সকাল বেলা কি খাবার খাবে তারা ভেবে পাচ্ছে না। এমনই শতাধিক অসহায় পরিবারের জন্য আমরা হেল্প জোন সংগঠন এ-র পক্ষ থেকে ১কেজি চিনি, এক প্যাকেট লাচ্ছা সেমাই , ১প্যাকেট গুড়ো দুধ, ১লিঃ সবিন তেল, সাবান, ১কেজি পোলাও চাল, ১প্যাকেট লুডুসসহ প্যাকেট বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এরকম অসহায় মানুষের দিকে আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন সবাই।
এসময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী নাজমুল, , ফারুক, হেলাল খান, আরমান, শাওন রাহিম রেজওয়ান, কাকন ও রাশেদুল প্রমূখ।