মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে চার লঞ্চ মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৯ শে মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চার লঞ্চ মালিককে মোট ২১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরিচা লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে ৫ হাজার, দীপু মিয়াকে ৬০০ এবং মো. লিটনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অপরাধে পাটুরিয়া লঞ্চ ঘাটে জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খানের মালিকানাধীন মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে যাত্রীদের মাঝে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনসুরক্ষার স্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে। আমরা চাই না ঈদযাত্রায় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। অতিরিক্ত যাত্রী বহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।