কুড়িগ্রামের রৌমারীতে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭শে মার্চ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এআয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব ইঞ্জিঃ সিরাজুল ইসলাম (সিরাজ ) সহসভাপতি গনঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর,পেশাজীবী অধিকারপরিষদ।
সভাপতির বক্তব্য বলেন, রৌমারী ও রাজিবপুরে জরুরী ভিত্তিতে চৌকি আদালত প্রয়োজন কারণ রৌমারী ও রাজিবপুর থেকে জেলা আদালতে পৌঁছাইতে সময় লাগে প্রায় একদিন। যদি আমাদের রৌমারীতে চৌকি আদালত প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এবং সময় ও অর্থ অপচয় হবে না বক্তব্যে আরও বলেন, কুড়িগ্রাম ৪ আসনের ৩০ ভাগেরও বেশি চর অঞ্চল। কিন্তু চরাঞ্চলের মানুষ বিগত বছর গুলো থেকে অবহেলিত। যদি পার্বত্য চট্টগ্রামে পার্বত্য উপদেষ্টা বা মন্ত্রী থাকে তাহলে অবশ্যই চরাঞ্চলের জন্য চর বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী চাই দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ হায়দার আলী জামায়াতে জামাতে আমীর রৌমারী উপজেলা,এবং এনসিবির আহ্বায়ক জনাব সবুজ, গনঅধিকার পরিষদের আহ্বায়ক জনাব আবুল কালাম ও সদস্য সচিব কবির হোসেন, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি আয়োজনে গণঅধিকার পরিষদ (জিপি) রৌমারী উপজেলা শাখা।