কুড়িগ্রামের রৌমারীতে সোনাপুর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২শে মার্চ শনিবার) নানাআয়োজনের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের অনুষ্ঠানটি পালন করা হয়েছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জানাব মোঃ পনির উদ্দিন ভাসানী দরবার শরীফ সোনাপুর । এসময় বক্তব্য রাখেন, জনাব মোঃ সেলিম খান সভাপতি ন্যাপ ভাসানী কুড়িগ্রাম জেলা শাখা। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, হুমায়ন কবির সহ-সভাপতি ভাসানী দরবার শরীফ সোনাপুর, মোঃ বেল্লাল হোসেন সাধারণ সম্পাদক ভাসানী দরবার শরীফ সোনাপুর, মোঃ আয়নাল হক সহসাধারণ সম্পাদক ভাসানী দরবার শরীফ সোনাপুর , মকবুল হোসেন কোষাধ্যক্ষ ভাসানী দরবার শরীফ সোনাপুর, জয়নাল আবেদীন সহ কোষাধ্যক্ষ ভাসানী দরবার শরীফ সোনাপুর, হযরত আলী ধর্মবিষয়ক সম্পাদক ভাসানী দরবার শরীফ সোনাপুর। অনুষ্ঠানের আয়োজনে, আলোচনা, মিলাদ , দোয়া, ইফতার, মাগরিবের নামাজ। শেষে হালকায়ে জিকির , খাস জিয়ারত ও মুনাজাত করা হয়। আয়োজনে মাওলানা ভাসানী দরবার শরীফ কমিটি বৃন্ধ।