
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মানিকগঞ্জে এক মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৯শে মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষক মো. রফিকুল ইসলাম সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে জরুরী সেবা ৯৯৯ এ সিদ্দিক নগর একটি মাদ্রাসায় ৯ বছরের এক শিশু বলৎকারের সংবাদ পেয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং ভূক্তভূগী শিশুর বাবা এজহার দায়ের করলে মামলা নেয়া হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।