
আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাড়ি থেকে চুরি যাওয়া মালপত্র বুদ্ধিমত্তার সাথে বেড়া পুলিশ উদ্ধার করায় বেড়া প্রেসক্লাবের সভাপতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আরো বলেন যে ভালো কাজের প্রশংসা হওয়া উচিত, তা না হলে ভালো কাজের উৎসাহ সৃষ্টি হয় না। গতকাল (২০ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বেড়া আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ। যে সকল বিষয়ের উপরে আলোকপাত করা হয়, তাহলো- বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা প্রসঙ্গে, গ্রাম্য আদালতের কার্যক্রম প্রসঙ্গে, বেড়া নতুন পাড়া একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাড়ি থেকে চুরি যাওয়া মালপত্র উদ্ধার হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন, হাটুরিয়া নাকালিয়া রাস্তা সংস্কারের সর্বশেষ অবস্থা, কৈটোলা বালির ব্যবসা কে কেন্দ্র করে মারামারি প্রসঙ্গে, পল্লী বিদ্যুতের নয়টি ট্রান্সফরমার চুরি যাওয়া প্রসঙ্গে এবং ঈদ উপলক্ষে কাজিরহাট ঘাটের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রসঙ্গে। উক্ত আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, বেড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বেড়া প্রেসক্লাব সভাপতি ডাক্তার আব্দুল হান্নান, বেড়া মডেল থানা ও আমিনপুর থানার প্রতিনিধিবৃন্দ, কৈটোলা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ডেপুটি জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি বেড়া।
চিহ্নিত সমস্যা গুলো সমাধানের লক্ষ্যে ব্যাপক আলোচনান্তে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।