টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ী ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার কোনাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল আল মামুন। ইফতারের আগে আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, মানবতার কল্যাণ এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিকরাইল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাইয়ুম ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম মোল্লা প্রমুখ।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।