
আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে চোরাই ০৪ টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পূর্নকলস উত্তরপাড়া গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে রিদয় মোল্লা, সিংড়া থানার মাহমুদপুর গ্রামের সামজাদ ফকিরের ছেলে আরমান ফকির এবং পাবনা সদর থানার বাহাদুপুর এলাকার আব্দুস সালামের ছেলে রাজিব হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।