
( ভারত) প্রতিনিধিঃ গুটখা খাওয়ার জন্য বাবার কাছে ১০ টাকা চেয়েছিল বছর ৪০ এর একব্যক্তি। কিন্তু বাবা সেই টাকা দিতে অস্বীকার করায় রাগের মাথায় তাঁর গলা কেটে ফেলল সেই ছেলে। তারপর সেই কাটা মুন্ডু নিয়েই হাজির হল পুলিশ স্টেশনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ মার্চ ) ভারতের ওড়িশার ময়ুরভঞ্জ জেলায়। মৃতব্যক্তির নাম বইধর সিং (৭০)। ঘটনা প্রসঙ্গে একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার ৭০ বছর বয়সি বাবার মাথা কেটে সেই কাটা মুন্ডু নিয়েই হাজির হয় চান্দুয়া পুলিশ স্টেশনে। তার মা ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিভাবকদের সঙ্গে তর্কাতর্কির জেরেই এমন ঘটনা ঘটায় ওই ব্যক্তি। এই প্রসঙ্গে বাড়িপাড়ার এসডিপিও প্রভাত মল্লিক জানান,” তুচ্ছ একটি কারণে এই খুনের ঘটনাটি ঘটে। অভিযুক্তকে তার বাবা গুটখা খাওয়ার জন্য ১০ টাকা দিতে অস্বীকার করায় রেগে যায় সে।” সূত্রে প্রকাশ, ইতিমধ্যেই পুলিশ ফরেনসিক টিমের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নেমেছে।