
( ভারত) প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গের বেহালার পর এবার মধ্যমগ্রামে উদ্ধার হল মা ও ৫ বছরের মেয়ের মৃতদেহ। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ওই মহিলা মধ্যমগ্রামের বাসিন্দা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) রাতে তাঁর এবং ৫ বছরের মেয়ের নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সকলের অজান্তে মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান ওই বধূ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্বত্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খাবারে বিষ ক্রিয়াতেই মৃত্যু হয়েছে মাও মেয়ের। যদিও মহিলার শরীরে কেরোসিন তেলের গন্ধও পাওয়া গেছে। এবিষয়ে আরও জানতে মহিলার স্বামীকে আটক করা হয়েছে। তিনি একটি কারখানার কর্মী। পুলিশ সূত্রে প্রকাশ, একটি সুইসাইড নোটও পাওয়া গেছে ঘটনাস্থল থেকে। এতে লেখা,তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের বেহালায়। পর্ণশ্রী এলাকায় ৫৩ বছরের ওই প্রৌঢ় এবং ২২ বছরের যুবতীর দেহ উদ্ধার হয়। জানা যায়, ওই ব্যক্তির মেয়ে অটিজমে আক্রান্ত ছিলেন। মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নাকি নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।