
( ভারত) প্রতিনিধিঃ
কলকাতায় চিকিৎসা করতে আসার পথে বিপত্তি। গ্যাস ট্যাংকারের সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও ১ জন। তিনি তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতেরা একই পরিবারের বলেই জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার (১ মার্চ) ভোরে ওই পরিবার চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশে রওনা দেয়। তমলুক থানার কুমোরগঞ্জের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল মারুতি ভ্যানটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাংকারের পিছনে ধাক্কা মারে গাড়িটি। সম্ভবত মারুতির সামনের টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। এক মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত আরও ১ জন। মৃত ও আহত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গুড়গাঁও এলাকার বাসিন্দা। তাঁরা একই পরিবারের সদস্য বলে খবর। তদন্ত করছে তমলুক থানার পুলিশ। ঘটনার পর গ্যাস ট্যাংকার ও মারুতি ভ্যানটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। তবে ভোরবেলা দুর্ঘটনাটি ঘটায় সেভাবে বিপাকে পড়েননি কেউই।