
মোঃসৈয়দ আলম। উপজেলা সংবাদদাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারী রোজ শনিবার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে র্যালী ও জনসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত জনসচেতনতা মূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় বান্দরবান জেলা যুবদলের বিপ্লবী সভাপতি জহির উদ্দিন মাসুম ও বান্দরবান জেলা জাসাস সভাপতি জনাব এড, আলমগীর চৌধুরী উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দু রব, মোঃ আইয়ুব আলী কোম্পানী, মোঃ জাহাঙ্গীর আলম খাঁনসহ প্রমূখ। এ ছাড়া উক্ত সমাবেশে জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।