
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে সাংবাদিক হৃদয় হাসান ইকবালকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগ উঠেছে। স্থানীয় শ্রমিক দল নেতা শরীফ উদ্দিনের ষড়যন্ত্রে তাকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক হৃদয় হাসান ইকবাল।
গ্রামবাসীর সূত্রে জানা যায় শ্রমিক দলের নেতা শরীফ উদ্দিনকে ইয়াবা ও অটোরিকশাসহ পুলিশ তাকে গ্রেফতার করেছিল। শরীফ উদ্দিনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ল্যান্ট্রিন বিতরণে ১০০০ করে টাকা চাওয়ার ও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তারতা পাড়া সকাল বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়। তিনি দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সম্প্রতি সরকারি ল্যাট্রিন বিতরণে অর্থ আদায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে শরীফ উদ্দিন ও তার সহযোগিরা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ১৮৬০ পেনাল কোডের ৩৮৫/৫০৬/৩৪ ধারায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পর থেকে শরীফ উদ্দিন হৃদয়কে ফোন করে দেখা করতে বলেন। পরীক্ষার পর তিনি তারতা পাড়া সকাল বাজারে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সাংবাদিক হৃদয় হাসান বলেন, “আমি নিরপরাধ। যে তারিখ ও সময়ের কথা বলা হয়েছে, তখন আমি পরীক্ষার হলে ছিলাম। দুর্নীতির সংবাদ প্রকাশের কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই।”
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে।” তবে মামলার বাদী শিমুল মোল্লার ফোনে যোগাযোগ করলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত হৃদয় হাসানের মুক্তির দাবি জানিয়েছেন।