বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সাধারন মানুষের মুখে হাসি ফুটবে।
শুক্রবার ধামরাইয় উপজেলার রোয়াইল ইউনিয়নে খড়ারচর বাজার মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন বিগত ১৭ বছরে যারা বি এন পির পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছে এবং জেল জুলুম সহ্য করে দলের পাশে থেকেছে তারাই প্রকৃত শহীদ জিয়ার সৈনিক।তিনি বলেন বি এন পি জনগণের দল এই দলের নাম ভাঙ্গীয়ে যারা জমি দখল করবে তাদেরকে দলে ঠায় দেয়া হবেনা। পরে তিনি শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মুরাদ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন স্থানীয় নেতা ওয়াসিম বিল্লাহ, এম এ জলিল, আব্দুর রহমান বাবুল, খন্দকার আইয়ুব, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন প্রমুখ।