আবুজর গিফারী, বেড়া প্রতিনিধিঃ
প্রকৃত অর্থে শ্রমিকদের স্বার্থে কাজ করার আহবান জানান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি আবুজর গিফারী সহ অন্যান্য নেতৃবৃন্দ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোরশেদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে বেড়া উপজেলায় আবুজর গিফারী কে সভাপতি এবং আব্দুল হান্নান মোল্লা কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির কয়েকজন সদস্য বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এসময় তাকে ২০২৫ সালের বার্ষিক প্রকাশনা (ক্যালেন্ডার ও ডায়েরি) উপহার প্রদান করা হয়।
এ সময় বেড়া উপজেলা সভাপতি আবুজর গিফারী ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মোল্লা, পৌরসভা সভাপতি মোঃ নুরুন্নবী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।