
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষ্যে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক। এ সময় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন, সহকারী নির্বাচন অফিসার গোলাম সরোয়ারসহ উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়জনে মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অফিস। ২০ জানুয়ারী থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করে ভোটার ফরমে অন্তর্ভুক্ত করবে।
০১/০১/২০০৮ সাল থেকে পূর্বে জন্মগ্রহণকারীরা ভোটার হতে পারবে। সুপারভাইজার ২০ জন এবং তথ্য সংগ্রহকারীরা ৯৫ জন কাজ করবে এলাকাভিত্তিক। সঠিক তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।