
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
মাদারগঞ্জের আদারভিটায় শর্ট ম্যারাথন উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে |রবিবার সকালে আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠে ম্যারাথন ২০২৫ শুভ উদ্বোধন করা হয় | শুভ উদ্বোধন করেন আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আহবায়ক আসিফ আহম্মেদ পনির | অনুষ্ঠানে সঞ্চালনা করেন মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মোঃ ইমরান হোসেন মুরাদ | আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আয়োজনে ম্যারাথনে অংশগ্রহণ কারী প্রতি যোগীরা আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শ্যামগন্জ কালিবাড়ি বাজার হয়ে সাইটের বাজার হয়ে আদারভিটা ইউনিয়ন পরিষদ এসে শেষ হয় | ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম স্হান অর্জন করেছে পলিশা উচ্চ বিদ্যালয়ের ছাএ লালন রানা, দ্বিতীয় স্হান অর্জন করেছে পাটাদহ কয়ডা উচ্চ বিদ্যালয়ের সাকিব, তৃতীয় স্থানে ও পলিশা উচ্চ বিদ্যালয়ের আসিফ মাহমুদ।
বক্তব্য রাখেন আদারভিটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান, আদারভিটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা পারভীন, শ্যামগন্জ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রিপন মিয়া, আদারভিটা বাজারের মাতৃ ফার্মেসি র পরিচালক ফার্মাসিস্ট কুমুদেশ্বর দেব এ্যাপোলো।আদারভিটা প্রাইম এথলেট একাডেমির সকল সদস্য বৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাএছাএী বৃন্দ |আদারভিটা প্রাইম এথলেট একাডেমির সদস্য জাহাঙ্গীর আলম সেলিম অনুষ্ঠান শেষে সকল ম্যারাথন প্রতিযোগীকে জার্সি প্রদানে সার্বিক সহযোগিতা করেন |
অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীকে একাডেমির পক্ষ থেকে চারাগাছ বিতরন করা হয় |