মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে চুরাই গরু জবাই করে খিচুড়ি রান্না বিএনপি নেতা মুক্তা চৌধুরীর বাড়ীতে। খিচুড়ির ভাগাভাগিতে হট্টগোল, হাতাহাতি প্লেট না পেয়ে মহিলারা কাপড়ের আচলে খিচুড়ি নিয়ে ছুটাছুটি | এ ঘটনায় শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এস আই ওয়াজিউর রহমান ও কনস্টেবল কমল দা, দুই পুলিশ সদস্য সহ ৩ জন আহত এবং একই সাথে ২ জন কে আটক করেছে পুলিশ। মামলার এজহার সূত্রে জানা গেছে উপজেলার৫ নং জুডখালি ইউনিয়নের খামার মাগুরা এলাকার এফাজ মন্ডল তার গোয়াল ঘরে গিয়ে দেখে দরজা খোলা ও একটি গরু নেই। কয়েকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির এক পর্যায়ে ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বাড়ীর সামনে অনেক লোকজন দেখা যায় আগাইয়া গিয়ে দেখি জবাই করা গরুর চামড়া ঐ টা আমার গরুর চামড়া । তৎক্ষণাৎ থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে ২ জন কে আটক করে পুলিশ এবং অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত আসামী বাড়ীর কেয়ার টেকার কয়ড়া দক্ষিণ পাড়ার সুমন (৪০) ও বজলু প্রামাণিক (৪৫)।তাদেরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গরুর মালিক এফাজ মন্ডল বাদী হয়ে উপরোক্ত ২ জনসহ ৩ নং আসামী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮) সহ ১২ জন নামীয় এবং অজ্ঞাত ৭/৮ জন এজহার দায়ের করে। মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও বাংলাদেশের একমাত্র নোবেল পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক ভেলুয়া শ্রীবরদী শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) শেরপুর যোনে কর্মরত আছেন |তাকে ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে |
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান সাঈদ জানান গতকাল রাতে আমাদের কাছে সংবাদ আসে যে জনৈক্য এফাজ মন্ডলের গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে যার মুল্য ৯০ হাজার টাকা। তারা খুঁজাখুঁজির এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জন কে গ্রেফতার করে এবং চামড়া সিছ করে নিয়ে আসে। এফাজ মন্ডল বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে এজহার দায়ের করে, ৭/৮ জন অজ্ঞাত এবং ২ জন কে আটক করা হয়েছে, গ্রেফতার অভিযান চলছে আশা করি অচিরেই বাকীরা গ্রেফতার হবে।