ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাকনাইল এলাকায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (০৫.০১.২০২৫) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক। অভিযানে ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কাকনাইল এলাকায় আশ্রয়ন প্রকল্প সংলগ্ন কৃষি জমির মাটি কাটছে একটা চক্র। এতে আশ্রয়ন প্রকল্পে মাটি ভেঙ্গে পড়ার ঝুঁকি রয়েছে। খবর পেয়ে প্রশাসন অভিযানে গেলে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনীক গণমাধ্যম কর্মীদের জানান, ধামরাই উপজেলা প্রশাসন কৃষি জমি রক্ষার্থে সবসময় সচেষ্ট রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।