
আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
দক্ষ, অভিজ্ঞ, সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে বিশেষ পারদর্শী, প্রশিক্ষণ , প্রাপ্ত বিষয় ভিওিক ও মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান সম্পন্ন করা হয়।চাপমুক্ত শিক্ষা ব্যবস্হা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়। ফলে শিক্ষার্থীদের অন্য কোন শিক্ষকের প্রয়োজন নাই কিংবাঅন্য কোথাও অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। স্কুল কারিকুলামের সাথে সংগতি রেখে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি (৩ য় – ৭ম পর্যন্ত) ধাপে ধাপে সম্পন্ন করা হয়। নিয়মিত জ্ঞান চর্চা বিশেষ শ্রেণিকার্যক্রম ও পাঠদান এবং বিভিন্ন কৌশল শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের (Critical Thinking Ability)বৃদ্ধি করানো হয়।
বিশেষ মনিটরিং ও বিষয়ভিত্তিক শিখন মূল্যায়নএর মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করা ক্লাসের অতিরিক্ত মাধ্যমে তা পূরণ করা হয়। শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশের মাধ্যমে মৌলিক বিষয়ে গণিত, বাংলা, ইংরেজি,বিজ্ঞান,সাধারণ জ্ঞান ও মানবিক দক্ষতা) ও অন্যান্য সকল বিষয়ে বিশেষভাবে পারদর্শী করে তোলা হয়।নিয়মিত সাপ্তাহিক মূল্যায়ন ( প্রতি শনিবার), মাসিক মূল্যায়ন ও মডেল টেস্ট গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত শিখন নিশ্চিত করা হয় ও আত্নবিশ্বাসী করে গড়ে তোলা হয়।অভিভাবক গণের সাথে সার্বক্ষণিক ও নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত শিখন অগ্রগতি সম্পর্কে অবহিতকরা হয় এবং যে কোন সঠিক পরামর্শ গ্রহণ ও প্রদান করা হয়।
প্রাকৃতিক পরিবেশ মনোরম,সসজ্জিত, আধুনিক ও মাল্টিমিডিয়া ক্লাস রুম।ভর্তির প্রথম দিন থেকেই নিয়মিত ক্লাস প্রেজেন্টেশন,কুইজ প্রতিযোগিতা, মৌখিক পরীক্ষা গ্রহণ,শ্রেণী মূল্যায়ন, বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে বৃদ্ধি করে পরীক্ষা ভীতি দূরীকরণ করা হয়।special spoken English এবং communicative English এর জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যাবস্হা।বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দময় পাঠদান সম্পন্ন করা হয়। বেসিক কোরআন শেখার জন্য রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত ধর্মীয় শিক্ষক।ছোট বাচ্চাদের জন্য রয়েছে খেলার বিভিন্ন রাইডার সহ কিডস প্লেয়িংজোন।লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আদব কায়দা ও নৈতিকতা শেখানো হয়।
ভর্তিপরীক্ষা গ্রহণ পদ্ধতি শ্রেণী প্লে গ্রুপ থেকে নার্সারিঃ মৌখিক পরীক্ষা গ্রহণ ও Mental Aptitude Test, বাংলা, গণিত, ইংরেজি । ১ ম শ্রেণী থেকে তয় শ্রেণীঃ লিখিত ও মৌখিক, বাংলা, গণিত, ইরেজি। ৪ র্থ থেকে ৯ ম শ্রেণী লিখিত ও মৌখিক, বাংলা, গণিত, ইরেজি,বিজ্ঞান সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা। বিশেষ কার্যক্রম : আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (৩ থেকে ৪ বছরের শিশু দের জন্য।