খালেদ বীন আঃ আজিজ ধামরাই প্রতিনিধি
ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লার দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে ঢাকার বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওসি মনিরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাদ হত্যা মামলায় গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।