
ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর (ভেকু)জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩.১২.২০২৪) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক। অভিযানে ঘটনাস্থল থেকে এক্সকাভেটরটি (ভেকু)জব্দ করা হয়।উপজেলা প্রশাসন জানায়, দেপাশাই এলাকার কৃষক দেলোয়ার হোসেনের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি কাটছে একটি চক্র এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থল হতে এক্সকাভেটরটি (ভেকু)জব্দ করা হয়। প্রশাসন পৌছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযোগ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় ফরহাদ, শহিদুল মেম্বার ও মাসুমের নেতৃত্বে কৃষক দেলোয়ার হোসেনের কৃষি জমির মাটি জোরপূর্বক কাটছিলেন আওয়ামী লীগের কিছু কর্মীরা। এছাড়াও এঘটনায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আমিনুল, ওবায়দুল্লাহ, নবু মিয়া, সাউদি, কামরুজ্জামান, সিফাত, আবু তাহের ও আবু বকর এরা সকলেই সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক জানান, কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।