
ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের আশুলিয়া গ্রামের পোল্ট্রি ফার্মের কারনে জনজীবন হুমকির মুখে পড়েছে। এবিষয়ে এলাকাবাসী ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশুলিয়া গ্রামের আনোয়ার হোসেন জনবসতি এলাকায় একটি মুরগির খামার করে আসছেন এবং আরোও দুটি খামার করার প্রস্তুতি নিচ্ছেন। এতে ওই এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
ভুক্তভোগী এক নারী জানান এই মুরগীর ফার্মের কারনে আমার পাঁচটি গরু মারা গেছে। আমরা খাবার রান্না করে রাখলে সেই খাবারে প্রচুর মাছি বসে তাতে ছোট বড় সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এমনকি আমার ছয় মাসের অন্তঃসত্ত্বা বউমা আমার বাড়িতে থাকতে পারে না।
এবিষয়ে ফার্মের মালিক আনোয়ার হোসেন বলেন, একটা মেডিসিন আছ তা ব্যাবহার করলে দুর্গন্ধ ছড়াবেনা এমনকি মাছি ও আসবেনা এখন আমি এই মেডিসিন ব্যবহার করবো । আপনি এই মেডিসিন আগে কেন ব্যাবহার করেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা অনেক ব্যায়বহুল।
এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনীক জানান অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যাবস্হা গ্রহন করা হবে।