ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকার ধলেশ্বরী নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
তিনি আরোও বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান অব্যহত থাকবে।