
ধামরাই (ঢাকা)প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে তালা কেটে মায়ের ঘর থেকে নগদ দুই লক্ষ টাকা, চার ভরি স্বর্ন ও বাড়ির দলিল চুরির অভিযোগ উঠেছে মেয়ে সুমনা আক্তার (৩৭) এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার ( ১৯.১২.২০২৪) বিকেলে ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে ভুক্তভোগী তাসলিমা বেগম বাদী হয়ে মেয়ে সুমনা আক্তারসহ অজ্ঞাতনামা আরোও ২/৩ জনকে আসামী করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী তাসলিমা আক্তার মঙ্গলবার আমীন বাজার এলাকায় বাবার বড়িতে বেড়াতে যান এবং পরদিন বুধবার বাড়িতে এলে দেখেন বাড়িতে অন্য একটি তালা লাগানো। সে তালাটিও তার বাড়িরই। তালা খুলে বারান্দায় দেখেন আগের তালাটি কাটা অবস্থায় পরে আছে। ঘরে ঢুকলে দেখতে পান পুরো ঘর তছনছ এবং আলমারি ভাঙ্গা। আলমারিতে থাকা টাকা, গহনা ও দলিল নেই।
ভুক্তভোগী তাসলিমা বেগম জানান, আমি যখন বাবার বাড়ি তখন সুমনা গেছিলো ওই বাসায় গিয়ে ঝগড়া করে আসছে আর পরের দিন আমার বাড়িতে চুরি। আশেপাশের মানুষ বলছে সুমনাকে বাড়িতে আসতে দেখছে এছাড়া আমার বাড়ির দলিল সুমনা ছাড়া কেউ নিবে না।
অভিযুক্ত সুমনার ব্যবহৃত দুইটি ফোন নাম্বারে একাধিকবার ফোন করলে দেখা যায় ফোন বন্ধ রয়েছে।
এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।