
ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিক্সায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।নিহত দুজন হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং নিহত কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।
স্থানীয়রা জানান, ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান। হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, ভোরে দূর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা একজন তখনই মৃত আরেকজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি সেও মারা গেছেন।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।