
আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
আজ মহান বিজয় দিবস। ৫৩ তম বাংলাদেশের বিজয় দিবস। এই উপলক্ষে বেড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তার যোদ্ধা পরিবারের সদস্যদের কে সংবর্ধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বেড়া এর সভাপতি জনাব মোরশেদুল ইসলাম (ইউএনও, বেড়া), উপস্থিত মুক্তিযোদ্ধাদেরকে একটি করে ফুলের স্টিক দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। জনাব মোরশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন যে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন যে, মুক্তিযোদ্ধারা এদেশে সূর্যসন্তান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের এর মাগফেরাত কামনা করে ও দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বেড়া মডেল মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা দের মাঝে উপহার সামগ্রী ও লাঞ্চপ্যাক বিতরণ করা হয়।