যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। একে একে শ্রদ্ধাঞ্জলী নিবদেন করেন- জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ।
এরপর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, খেলাধুলাসহ নানা আয়োজন।