
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড সায়েদা খানম লিজা, জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল ছাইদুর রহমান সাঈদ,মডেল থানার ওসি হাসান আল মামুন, উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ও আবুল হাসেম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা দোয়া করা হয়।