
আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত জুলাই-আগস্ট এ-র গণ বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম সভাপতি সভাপতি তে সভায় উপস্থিত ছিলেন অভ্যুত্থানে শহীদ খোকন সরদারের বাবা আজিজুল সর্দার, গ্রাম নেওলাই পাড়া, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, উপজেলা বেড়া। শহীদ খোকন সরদার(১৭), বাইপাইল, আশুলিয়ায় আগস্ট মাসের ৫ তারিখে পুলিশের গুলিতে নিহত হয়। সে মাদ্রাসা ছাত্র ছিল।শহীদ খোকন সরদার এর বাবা ফেরি করে জীবন-নির্বাহ করেন।সভায় উপস্থিত অন্যান্য আহতরা হলেন, মোহাম্মদ মামুন হোসেন, গত জুলাই মাসের ১৮ তারিখে বেড়া বাস স্ট্যান্ডে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের দ্বারা গুরুতর ভাবে জখম হয়। শুধু তাই নয়, পরবর্তীতে তাদের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে তাদের গচ্ছিত যত টাকা-পয়সা ছিল সন্ত্রাসীরা তার বাড়ি থেকে নিয়ে যায়।
মামুন হোসেন, গ্রাম পানিসাইল, সাঁথিয়া, পাবনা। সে এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। পাবনায় সে আন্দোলনরত অবস্থায় ৪ / ৮ /২৪ তারিখে সাঈদ চেয়ারম্যানের গুলিতে আহত হয়।মোঃ ইমরান হোসেন, সান্যালপাড়া, বেড়া পৌরসভাধীন, পাবনা। সে বেড়া কলেজের ছাত্র। সে ৪/৮/২৪ তারিখে পাবনা শহরে সাঈদ চেয়ারম্যানের গুলিতে আহত হয়।এদের কেউই পুলিশের গুলিতে আহত হন নাই।
এক প্রশ্নের জবাবে আহতরা জানান যে, তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার বহন করেছে ছাত্রশিবির। তাছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নগদ অনুদান দেয়া হয়েছে। জনাব মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের ব্যবস্থা থাকবে। জনাব আব্দুল মুত্তালিব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, ইতিমধ্যেই আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে, আহতরা তাদের আন্দোলনময় জীবনের করুন অবস্থা বা চিত্র বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।শহীদ খোকন সরদার এর বাবা, মোহাম্মদ আজিজুল সরদার গত আগস্টের ৫ তারিখে (তার ছেলের) নিহত হবার আগের এবং পরের ঘটনাগুলো যখন বর্ণনা করছিলেন উপস্থিত সবাই তাদের চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী এবং বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা জুলাই আগস্ট এর ঘটনা বহুল দিনগুলোর সবিস্তারে আলোচনা করেন।গণমাধ্যম কর্মী বেড়া প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী সহযোগি সংগঠনের নেতারা। স্মরণ সভায় বেড়া উপজেলা বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল শান্তি কামি মানুষের জন্য দোয়া প্রার্থনা করা হয়।