
ধামরাই প্রতিনিধি :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ব্যাক্তিকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।ফায়রা সার্ভিস জানান দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ফরিদ ইসলাম (৩৪)কে মৃত অবস্থায় পাই । জানা যায় মৃত ফরিদ ইসলামের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। তার লাশ নিয়ে এ্যাম্বোলেন্সে করে মানিকগঞ্জ যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ঢাকা আরিচা মহা সড়কে ধামরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দেখেন সুলতানা খাতুনের স্বামী ফরিদ ইসলাম ঘটনাস্থলেই মারা গেছেন। ফায়ার সার্ভিস জানান মৃত দুইজনকে বডি ব্যাগে ভরে গোলড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নিকট হস্তান্তর করা হয়। আহতদেরকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।