
ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাই পৌরসভার মডেল টাউন এলাকায় এক নারীর নিচু জমি ভরাটের কাজে বাঁধা ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহর দুই পুত্রের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী ০৩ জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সোমবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ পরিদর্শক এস এম কাউসার সুলতান। ভুক্তভোগী রেজেকা নুর সিদ্দান লিপি ধামরাই পৌরসভার বরাত নগর এলাকার শাহ আলমের স্ত্রী। অভিযুক্তরা হলেন, বাগনগর এলাকার টগর মোল্লার ছেলে অপু মোল্লা (৫২), দেওয়ান সোহেল (৫৫), দেওয়ান তমাল (৩৩) উল্লেখ্য যে ২ও ৩ নাম্বার অভিযোক্তরা ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রেজেকা নূর সিদ্দান লিপি ধামরাই থানার কাজীপুর মৌজার ১৬/১৭৪ খতিয়ানে ১৯৮,২০০ ও ১৯১ দাগে চার শতক জমি ২০১১ সাল হতে লিজ সুত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। তার ওই জমিতে সম্প্রতি বাড়ি করার ইচ্ছা পোষণ করলে মাটি ভরাটের কাজ শুরু করে। চলতি মাসের ১৪ তারিখে মাটি ভরাটের কাজে বাধা প্রদান করে অভিযুক্তরা। এসময় মাটির ট্রাক ফেরত পাঠানো হয় এবং ভুক্তভোগী ওই নারীর পরিবারকে মারধরের হুমকি প্রদান করেন।ভুক্তভোগী রেজেকা নুর সিদ্দান লিপি বলেন, আমি বাড়ি করার জন্য মাটি ভরাট করতে গেলে ৫-৬ জন সন্ত্রাসী ধরণের লোক এসে মাটি ফেলা বন্ধ করে দেয় এবং তারা ট্রাক ঘুরিয়ে দেয়। আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। অবস্থা বেগতিক দেখে আমি থানায় গিয়ে অভিযোগ করেছি। আমার তো পেশি শক্তি নাই তারা বিগত সময়ে আওয়ামী লীগ করতো। এখন তারা আমার জমি জোড় করে দখলে নিতে চায়। আমি চলতি মাসে সরকারি সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে মাটি ফেলছিলাম।এ বিষয়ে অভিযুক্ত দেওয়ান সোহেল বলেন, যে জমি নুর সিদ্দান লিপি দাবি করেছেন সে জমি আমার মায়ের নামে রেকর্ডকৃত। সে এক পাক্ষিকভাবে জমি পরিমাপ করে মাটি ভরাট করছিলো। আমার জমি বুঝে নিতে আমি ইউএনও ও এসিল্যান্ড বরাবর আবেদন করেছি। এ বিষয়ে ধামরাই থানার এস আই এস এম কাউসার সুলতান বলেন, অভিযোগ পেয়েছি দুই পক্ষকে ডেকেছি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।