
মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর ধান ক্ষেতে পরেছিল পিছনে হাত বাধা অবস্থায় ভ্যানচালকের মৃতদেহ, ১০ই নভেম্বর রবিবার সকালে জৈনিক একজন কৃষক দেখতে পান তাহার পাশের জমিতে পিছনে হাত বাধা অবস্থায় একটি লাশ পড়ে আছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অত্র ইউপি সদস্য গৌড় প্রধান, এবং পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন, গঠনস্থল থেকে থানা পুলিশ মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন, অত্র ইপি সদস্য গৌর প্রধান সাংবাদিকদের বলেন, পাশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার, আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের মিনহাজের পুত্র আরাফাত হোসেন, (১৭) তিনি পেশায় একজন ভ্যানচালক, পরিবার সূত্রে জানা যায় গতকাল শনিবার রাতে নতুন ভ্যান নিয়ে বাহিরে আসেন, রাত ১১ টা পর্যন্ত পরিবারের সাথে মোবাইল ফোনে কথা হয়েছে বলে জানা যায়, এরপর থেকে মোবাইল ফোনে আর যোগাযোগ সম্ভব হয়নি,
তবে এলাকাবাসী মনে করেন কোন ছিনতাই কারীরা আরাফাত কে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে যেতে পারে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী সাংবাদিকদের বলেন, গঠনস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।