ধামরাই (ঢাকা)প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৮৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার মো:মামনুন আহমেদ অনীক।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় ধামরাই উপজেলা পরিষদ মিলায়তন কক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি জমির ফসল বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: মামনুন আহমেদ অনীক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধামরাই উপজেলা ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১৬টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে ৪ হাজার ৩০০ জনকে সরিষা, ১০০ জনকে খেসারী বীজ, ৩১০জনকে ভুট্টা বীজ, ৬০ জনকে গমের বীজ, ৪৫ জনকে মশুর বীজ এবং ৮০ জনকে শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।
এছাড়া প্রতিজন কৃষককে গম, সরিষা ও শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি ডিএপি ও এমওপি সার পেয়েছেন। মশুর ও খেসারী বীজের জন্য ১ কেজি ডিএমপি ও কেজি এমওপি সার এবং ভুট্টা বীজের জন্য প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন প্রমুখ।