মোঃসৈয়দ আলম। লামা উপজেলা সংবাদদাতা।
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্টাবার্ষীকি উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলা যুবদলের উদ্দ্যোগে যুব সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথিঃ Jashim Uddin তুষার সাংগঠনিক সম্পাদক বান্দরবান জেলা বিএনপিপ্রধান বক্তাঃ Johir Uddin Masum সভাপতি বান্দরবান জেলা যুবদল।বক্তব্য রাখেন-- বিএনপি নেতা আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, আব্দুর রব সভাপতি লামা পৌরসভা, এডভোকেট Jahangir Alam Khan সাধারণ সম্পাদক লামা উপজেলা বিএনপি। সাইফুদ্দিন আহবায়ক লামা পৌর বিএনপি মোহাম্মদ ইউসুফ সিনিয়র যুগ্ম আহবায়ক লামা পৌর বিএনপি। Murshed Bin Omar সাংগঠনিক সম্পাদক বান্দরবান জেলা যুবদল।
সভাপতিত্ব করেনঃ সাফায়েত হোসেন রাসেল সিনিয়র যুগ্ম আহবায়ক লামা উপজেলা যুবদল।সঞ্চালনায়ঃ শফিকুর রহমান সদস্য সচিব লামা উপজেলা যুবদল ও করিম মীর যুগ্ম আহবায়ক লামা পৌর যুবদল।