ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব। আটককৃত'রা হলেন, কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) ও কুল্লা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামী এই দুই আসামীকে আটক করেন।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়েরের পর হতে আসামীরা ঢাকাসহ সাভারের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।