
ধামরাই প্রতিনিধি :
সচেতন নাগরিক সমাজ ধামরাই’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সচেতন নাগরিক সমাজ ধামরাই সংগঠনের সদস্যরা ধামরাই পৌরসভা এলাকার ধামরাই বাজার সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করেন।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য।
এই চলমান বর্ষাকালে সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সদস্যরা ধামরাই উপজেলার প্রায় ২৫ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় পাঁচশতাধিক (ঔষুধি, বনজ ও ফলজ) গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা।