
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ
মাদারগঞ্জের সজিব আহমেদ জামালপুর জেলায় প্রথম স্থান করেছেন। জামালপুর সিংহজানি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। আয়োজনে- বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা,কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জামালপুর জেলা । প্রধান অতিথি জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার এস,এম মোজাম্মেল হাসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। অতিথিদের কাছ থেকে পুরুস্কার ও সনদ গ্রহণ করে সজিব ও জিহাদ।
সজিব আহমেদ নব্বই চর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর নবম শ্রেণির শিক্ষার্থী ও চরপাকেরদহ গ্রামের ফকির আলী প্রামাণিক এর এবং সংরক্ষিত ইউপি সদস্য শিরিনা বেগম এর সন্তান। স্কুল এর শরিরচর্চা শিক্ষক এনায়েত উল্লাহ জানান সজিব মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে ৩ বার এবং জেলা পর্যায়ে ৩য় বারের মত সাঁতার প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে। একই সাথে ঐ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে। আগামী দিনে বিভাগীয় পর্যায়ে যেন প্রথম স্থান অর্জন করতে পারি এ জন্য সকলের দোয়া কামনা করেন কৃতি শিক্ষার্থী সজিব ও জিহাদ।