
নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে ব্যবসায়ীর টাকা ফেরত চাওয়ায় ও মামালা মোকদ্দমা করায় সুহেনাকে প্রতিপক্ষের প্রভাবশালী ও লাঠিয়াল বাহিনী এক ঘরে করে রেখেছে। রাস্তা ঘাটে ফেলে বেদরক মারপিট সহ প্রাণনাশের উপুর্যুপরি হুমকিতে মানবতার জীবনযাপন করছে। অভিযোগে সূত্রে জানাযায়, গত জুলাই ২০২৪ সালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার ফাইলগাঁও গ্রামের সুহেনা বেগম (৩৫) নবীগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনী, নবীগঞ্জ ক্যাম্পে ব্যবসায়ীক ৫০ হাজার টাকা ফেরত পাওয়ার অভিযোগ দায়ের করেন, নবীগঞ্জ থানার ২নং বড় ভাখৈর ইউনিয়নের ছোট ভাখৈর গ্রামের খালিছ মিয়া, সরাজ মিয়া, বজলু মিয়া, বিরাম উদ্দিন সহ গংদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী ক্যাম্পে উভয় পক্ষ হাজির হয়ে স্বাক্ষী প্রমান শেষে ধান ব্যবসার মূল ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে আসামী পক্ষ ৩০ হাজার টাকা দেয়, বাদী সুহেনা বেগমকে। প্রদান করে ২০ হাজার টাকার জন্য কিছু দিনের প্রার্থনা করে। কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরেও টাকা না দিয়ে বাদীনি ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জব্দ করার চেষ্টা করে। এক পর্যায়ে বাদীনি সেনাবাহিনীর মাধ্যমে নবীগঞ্জ থানাকে উক্ত বিষয়ে সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ৩ অক্টোবর ২০২৪ইংরেজী তারিখে উভয় পক্ষ থানায় হাজির হলে থানার এএসআই রুহুল আমিন উভয় পক্ষকে নিয়ে আলোচনার এক পর্যায়ে আসামী পক্ষকে অক্টোবর মাসের ৫,তারিখে টাকা নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় আসামি পক্ষ সুহেনার উপর ক্ষিপ্ত হয়ে তাকে থানার বাহিরে গেলেই বুঝতে পারবে বলে হুমকি প্রদান করে। সুহেনা বেগম ও তার স্বামী কোন রকম ঐ দিন বাড়িতে পৌঁছতে পারলেও আসামী পক্ষের লোকজনের নানান হুমকি ধামকি সহ বাড়ি থেকে বের হতে পারবেনা বলে নিষেধ করে এক ঘরি করে আটকে রাখে। সুহেনা বেগম নবীগঞ্জ থানায় নির্ধারিত ৫ তারিখে নবীগঞ্জ থানায় হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হলে কাজিরবাজার নামকস্থানে আসা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীগণ সুহেনা বেগম ও তার স্বামী নুরুল হক (৪৫), ও শিশু বাচ্চা নিহা আক্তার (৮)কে এলোপাতারি মারধর করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। পরে পথচারীরা এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে আসলে সেখানের কর্তব্যরত ডাক্তার তার অবস্থার চরম অবনি দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সর্বশেষে প্রভাবশালী কুচক্রী মহলের পায়তায় এলাকায় নিষিদ্ধ হয়ে মানবতার জীবনযাপন করছে। এ ব্যাপারে বুধবার (১৬ অক্টোবর) ২০২৪ইংরেজী তারিখে নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করেন।