
মোঃসৈয়দ আলম। লামা উপজেলা সংবাদদাতা।
গত অর্থবছরে এই মাদ্রাসার মাঠ ভরাট প্রকল্পের নামে টিআর- কাবিখা থেকে ৬.৬ মেঃ টন চাউল বরাদ্দ দেয়া হয়। উক্ত প্রকল্পের কোন কাজ না করেই সম্পুর্ন টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উক্ত মসজিদ-মাদ্রাসা কমিটির সভাপতি মোস্তাক আহমদ জানিয়েছে সরই ইউপি চেয়ারম্যান ইদ্রীস কোম্পানি উক্ত মাদ্রাসার মাঠ বরাটের জন্য প্রকল্পের টাকা থেকে তাকে ১ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তার হাতে কোন টাকা দেয়নি, তাই কোন কাজই হয়নি।
স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া উক্ত প্রকল্প ও কাজের ব্যপারে তিনি কিছুই জানেন না ও শুনেন নাই।
সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি এ ব্যপারে মোবাইল ফোনে কোন কথা বলতে রাজি হননি।