
খালেদ বীন আঃ আজিজ, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০০০ গাছের চারা বিতরণ করেন ধামরাই উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০১ অক্টোবর ) ১২ টার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করেন।
গাছের চারা বিতরনকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে।একটুখানি যায়গা যেন খালি না থাকে, প্রতিটি বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য বলেন, আমরা এই চলমান বর্ষাকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এক লক্ষ গাছের চারা রোপনের জন্য প্রদান করেছি। কিছুস্থানে আগে বিতরণ করা চারা রোপনের পর নষ্ট হয়ে গেছে সেজন্য সেই একলক্ষ চারার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ আরোও ৫০০০ চারা বিতরণ করা হল।