পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভায় মেয়রের পর এবার অপসারিত হলেন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা গত (২৬ সেপ্টেম্বর )স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া যায় স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক)প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এর জনস্বার্থে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভা সমূহেরসাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগনকে স্ব স্ব পথ থেকে অপসারণ করা হলো একই দিনের আরেকটি প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৪২ ক(২)অনুযায়ী উপজেলা সদর পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের জন্য নিম্নরূপ সদস্য সমন্বয়ে কমিটি গঠন করা হলো। কমিটিতে যারা যারা রয়েছেন ১। প্রশাসক পৌরসভা - সভাপতি ২।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা -সদস্য ৩|থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -সদস্য ৪। উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর -সদস্য ৫। উপজেলা সমাজসেবার কর্মকর্তা -সদস্য ৬।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা -সদস্য ৭। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা -সদস্য প্রশাসকসহ বাকি ৬ জন কর্মকর্তা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। (গত ১৯ আগস্ট ২৪) স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের জারির মাধ্যমে ১২ সিটি কর্পোরেশনের মেয়র ও ১৮২ টি পৌরসভার মেয়র কে অপসারণ করা হয় পরবর্তীতে ২৬ (সেপ্টেম্বর ২০২৪) আরেকটি প্রজ্ঞাপনে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের জন্য একই আদেশ আসে,যার ফলে লামা পৌরসভার কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলররা নিজ নিজ দায়িত্ব থেকে অপসারিত হলেন।