ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ২ নারীকে শ্লীলতাহানিসহ ৩ জন আহত হয়েছেন। গত রবিবার ( ২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত লুৎফর রহমান (৫০), নুরজাহান বেগম (৪৫) ও রুবিয়া (৩৫) সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লুৎফর রহমান বাদী হয়ে ০৩ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামের বিল্লালের ছেলে রাশেদ (২০), বিল্লাল (৪০) ও বিল্লালের স্ত্রী রাশেদা (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রাশেদ বেশ কিছুদিন ধরে ভীকটিমকে ভয়ভীতি, খুন ও জখমের হুমকি-ধামকি দিয়ে আসছিল। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাশেদ ও তার বাবা বিল্লাল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উৎপেতে থাকে। লুৎফর রহমান বাড়িতে ফেরার সময় হঠাৎ রাশেদের নেতৃত্বে ৪/৫ জন অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে লুৎফর রহমানের মাথায় আঘাত করলে আঘাতে তার ডান কান ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। লুৎফরের ডাক চিৎকারে তার স্ত্রী ও ভাইয়ের বউ এগিয়ে আসলে তাদের চুল ও কাপড় ধরে টানা হিচড়া করে রাস্তায় ফেলে দিয়ে তাদেরকেও বেধড়ক মারধর করে অভিযুক্ত রাশেদ ও তার বাবা। এতে ওই দুইজন নারীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন ছাড়াও তাদের বিভিন্ন সময়ে অত্যাচার করে এই রাশেদরা । ওই দিন এলাকাবাসী এসে থামিয়েছে না হলে আমাদের ফেরে ফেলতো। এছাড়া তারা জানান, এর পূর্বে তাদের রান্নাঘর ও খড়ের গাদায় আগুন দেয় ওই রাশেদরা।
অভিযুক্ত রাশেদ বলেন, আমিওতো পায়ে আঘাত পাইছি। এটা তো আর আমি আমার নিজের পায়ে নিজে আঘাত দেই নাই। তারা আমারে মারতে আসছে। তারপরেও আমি লাঠি নিয়া যাইতে চাইছিলাম আমার মা আমারে বাড়ি নিয়া আইসা পড়ছে।
ধামরাই থানার এ এস আই মো. আতিকুজ্জামান বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।