কুষ্টিয়ার ভেড়ামারায় নদী ভাঙন রক্ষায় অবরোধ! উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু'র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার
করেন বিক্ষুব্ধ জনতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ভুক্তভোগী জনতা সাথে নিয়ে নদী ভাঙন পরিদর্শন করেন। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ। এলাকা বাসীর ভাষ্য মাটি কাটা, বালির ব্যবসায়ীদের পাহাড়সম বালির স্তুপ জমানোই এর অন্যতম কারণ।
[caption id="attachment_8159" align="alignnone" width="1920"] ছবি: দেশ চ্যানেল[/caption]
জরুরী ভিত্তিতে নদী ভাঙন রক্ষা করতে না পারলে কুষ্টিয়া পাবনা মহাসড়ক চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকা বাসীর বাড়িঘর এবং মহাসড়ক রক্ষায় অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনতা।