হবিগন্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে।
সোমবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব এর নেতৃত্বে কাশিমনগর বাজার থেকে জনশে জুলুসের একটি রেলি বের করা হয়। রেলিটি চৌমুহনী, মনতলা, মৌজপুর হয়ে মনতলা কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে দেশ ও জাতির জন্য দোয়া অনুষ্টিত হয়। এই সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।