বাংলাদেশ গণঅধিকার পরিষদের প্রতীক বরাদ্দ পাওয়ায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। শনিবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় রৌমারী শহীদ মিনার মাঠ থেকে বিজয় মিছিলটি বের হয়ে মোটর সাইকেল ও অটোভ্যান যোগে উপজেলার থানা মোড় হয়ে বড়াইকান্দি বাজার, দাঁতভাঙ্গা বাজার, হাজির হাট বাজার, টাপুরচর মুখতোলা, পুর্ব পাখিউরা, বাইটকামারি, খঞ্জনমারা স্লুইজ গেট হয়ে কাঠালবাড়ি, যাদুরচর বাজার, সায়দাবাদ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এস্থানে এসে মিলিত হয়ে পথসভা করেন।
এসময় বক্তব্য রাখেন, কবির হোসেন সদস্য সচিব গণঅধিকার পরিষদ, হাবিবুর রহমান আহ্বায়ক যুব অধিকার পরিষদ, আকতারুল ইসলাম কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ, আবুল কালাম আজাদ আহ্বায়ক গণ অধিকার পরিষদ রৌমারী উপজেলা শাখা, আনোয়ারুল ইসলাম যুগ্ন আহ্বায়ক গণ অধিকার পরিষদ রৌমারী উপজেলা শাখাসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, রফিকুল ইসলাম যুগ্ন সদস্য সচিব গণ অধিকার পরিষদ। নেতাকর্মীরা সবাই রৌমারী উপজেলা, কুড়িগ্রাম জেলা তথা দেশকে দুর্নীতি মুক্ত, সুশাসনের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বিগত সরকারের সমালোচনা করে বলেন, আমরা আগামী দিনের সুন্দর ও শান্তিময় দেশে কাজ করে যেতে চাই। যেখানে দুর্নীতি সেখানেই আমরা রুখে দাড়াবো। আগামি দিনে আর যাতে কোন প্রকার ধ্বংশ যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ।