
মোঃসৈয়দ আলম। লামা (বান্দরবান)উপজেলা সংবাদদতা।
বান্দরবান জেলার লামা উপজেলায় ২৫ আগস্ট/২৪ইং তারিখে লামা কলা বাজার রোডে কামার দোকনের ২য় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সির ১৮০ ৩ম শাখা বেলা ১:০০ ঘটকায় উদ্বোধন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর আলম। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সভাপতি ও প্রধান অতিথি ছিলেন, সৈয়দ মোঃ সোহেল,এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম প্রধান।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠনের প্রধানগণ,কলেজের অধ্যাপক, শিক্ষক, লামা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উক্ত ব্যাংকে একাউন্টখোলাসহ যাবতীয় কাজে সহযোগীতা করার জন্য সকলকে আহবান জানান। অনুষ্ঠানে লামা উপজেলার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন। অদ্য হইতে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবেন আশফাকুল হক মিঠুন।